কৃষি সমৃদ্ধ গাংনী উপজেলা

গাংনী উপজেলা থেকে মেহেরপুর অভিমুখে প্রায় তিন কলোমিটার গেলা বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। সেখান থেকে প্রায় দুই কিমি দূরে চিৎলা ফার্ম অবস্থিত। চিৎলা ফার্মে ধান,পাট,আলু বীজসহ বিভিন্ন জাতের উন্নত মানের বীজ উদ্পাদিত হয়ে থাকে সারা বছর।এ ব্যানারটি চিৎলা ফার্মের মাঠে উৎপাদিত ধান খেতের ও পাটের দৃশ্য।এখানে ভ্রমণ পিপাসু অনেক লোক জনের আগমন ঘটে।