গাংনীতে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের গাংনী উপজেলায় সিনেমা হলপাড়া এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন ও হেরোইন বিক্রির টাকাসহ শান্তা আহমেদ নামে
এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) একটি দল ক্রেতা সেজে গিয়ে তাকে আটক করে।পরে ওই বাড়িতে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৫১ গ্রাম হেরোইন ও নগদ ১২৫৫ টাকা জব্দ করেন। আটক শান্তা আহমেদ ওই গ্রামের সাবেক সেনাসদস্য মদন আলীর স্ত্রী। তবে বাড়ির মালিক মূল হেরোইন ব্যবসায়ী নাজির হোসেনের মেয়ে কনা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি রমজান আলী  জানান, মাদক আইনে মামলা দিয়ে শান্তাকে রোববার সকালে গাংনী থানায় হস্তান্তর করা হবে। কণাকে ধরতে অভিযান চলছে বলেও তিনি জানান।