গাংনীতে মাদক বিক্রেতাকে কারাদণ্ড

 গাঁজা বিক্রি ও সেবনের দায়ে মেহেরপুরের গাংনী উপজেলায় বকুল হোসেন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ভ্রাম্যামাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন দণ্ডাদেশ দেন।বকুল হোসেন উপজেলার কাজীপুর পোস্ট অফিসপাড়া এলাকার আতর আলীর ছেলে।তথ্যের সত্যতা নিশ্চিত করে গাংনী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোক্তার হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ বকুল হোসেনকে আটক করে পুলিশ।